>> Some Conditions
Plot owners or residents cannot provide access road through the purchased plots for sides and rear land owners.
All purchased plots or houses are strictly for residential purpose.
Any commercial occupation or use is prohibited in the Housing Estates or projects.
Any work beyond plot or house boundary involving housing estate built road breakages must require housing office permission.
Any buildings to be constructed should leave minimum 24 inches gap from boundary walls.
Any rubbish dumping, littering on the roads or plots is completely prohibited.
The deposit is non refundable failing to pay instalments.
The plot or house will be repossessed in the event of failing to pay 4 instalments.
Any unauthorized connection to Housing Projects area constructed drain, electric supply pole, water supply pipe line, Gas pipe line, is completely prohibited and illegal.
Any unauthorized road links, land links, or extensions to the housing project areas by customers or none customers and organization is completely prohibited and illegal.
All purchasers are responsible for the costs of land registry stamp duties and legal expenses.
আপনি জমি কিনে প্লট মালিক অথবা বাসিন্দা হিসেবে কেনা জমির উপর দিয়ে পাশ্ববর্তী অথবা পিছনে অবস্থিত জমি মালিকদের জন্য প্রবেশ পথ দিতে পারবেন না।
সকল কেনা জমির প্লট অথবা বাড়ি কঠোরভাবে কেবল আবাসিক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে।
কোন ধরনের ব্যবসায়িক উদ্দেশ্যে হাউজিং ইস্টেট বা প্রজেক্টের সম্পত্তি দখল ও ব্যবহার নিষিদ্ধ।
কোন প্লট অথবা বাড়ির সীমানার বাইরে হাউজিং ইস্টেটের রাস্তা ব্যবহার করে কোন ধরনের আবশ্যিক কাজ করার জন্য অফিস থেকে অনুমতি নিতে হবে।
যে কোন দালান সীমানা দেয়াল থেকে ২৪ ইঞ্চি দূরত্ব বজায় রেখে নির্মান করতে হবে।
সব ধরনের আবর্জনা স্তুপ, প্লটের ভিতরে ফেলে রাখা অথবা রাস্তায় ইতস্তত জিনিষপত্র মজুদ নিষিদ্ধ।
কিস্তি পরিশোধ না করলে জমা অর্থ ফেরত বাতিলযোগ্য।
পরপর ৪ কিস্তি পরিশোধ মূল্য দিতে ব্যর্থ হলে প্লট অথবা বাড়ির পূণ: দখল নেয়া হবে।
হাউজিং প্রজেক্ট এলাকায় নির্মিত ড্রেন নিষ্কাষন, বিদ্যুৎ সরবরাহ খুটি, পানি গ্যাস সরবরাহ পাইপ লাইনে অননুমোদিত সংযোগ সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনী।
হাউজিং প্রজেক্ট এলাকার রাস্তা, জমি অথবা বিস্তার সংযোগে কোন কাস্টমার অথবা কাস্টমার নহেন এবং সংগঠন বা ব্যক্তি কর্তৃক অননুমোদিত সংযোগ স্থাপন নিষিদ্ধ ও বেআইনী।
সকল ক্রেতা জমি নিবন্ধন বাবদ ষ্টাম্প বা মূদ্রাঙ্ক শুল্ক ও আইনী খরচ বহন করবেন।