This project is built on 23 decimals of land it has seven houses of two bedrooms with car parking and common spaces, CCTV, conveniently located on the University Road off Airport Road just opposite the Airport Gate. The houses are built within the boundary wall and the entrance is through the main gate. All houses are of modern construction fitted kitchen with cooking extractor fan, three pin sockets, air-condition connection points, washing machine connection points, hot and cold-water system. The interior painting and decorations are of highest standard. It has main line Gas, Electricity, drainage and water system. The local amenities are easy reach there are markets with many types of shops and 5star hotels, primary school secondary school and Cadet College just 5 minutes walking distance. The Osmani International Airport is just 3 minutes driving distance from the Housing Estate. Buy to live or it is also suitable for holiday letting furnished monthly estimated income would be around 25 to 30 thousand taka. Whatever your desire the investment in this project is potential because of its great location. For more details please see the photos and drawings. The houses are for sale Freehold.

এই প্রজেক্ট ২৩ ডিসিমেল জমির উপর দুই বেড রুমের সাতটি বাড়ী-গাড়ী পার্কিং সহ সাধারন ব্যবহার্য জমি, সিসি টিভি ক্যামেরা নিরাপত্তা বেষ্টিত অত্যন্ত সুবিধা জনক স্থানে অবস্থিত। এয়ারপোর্ট রোড থেকে বাদ ও পরে এয়ারপোর্ট ফটকের উল্টো ইউনিভার্সিটি রোডে বাড়িগুলি সীমানা দেয়ালের ভিতরে নির্মিত এবং মূল ফটক দিয়ে ইহার প্রবেশ পথ। সবগুলি বাড়ি আধুনিক মান সম্মত, নির্মিত যেমন কিচেন সম্পূর্ণ সজ্জিত, রান্না বহির্গমন ফ্যান যুক্ত, তিন পয়েন্ট বিদ্যুৎ সকেট, এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন সংযোগ পয়েন্ট এবং গরম ও ঠান্ডা পানি সরবরাহ ব্যবস্থা নিখুতভাবে সম্পন্ন করা হয়েছ। স্থানীয় সুযোগ সুবিধার মধ্যে নিকটে সহজ নাগালের মধ্যে বাজার, ভিন্ন রকমের দোকান, কেনা কাটা, ফাইভ স্টার হোটেল, প্রাইমারী ও সেকেন্ডারী স্কুল, মসজিদ এবং মাত্র ৫ মিনিট পায়ে হাটা দূরত্বে ক্যাডেট কলেজ। হাউজিং ইস্টেট থেকে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব গাড়িতে মাত্র ৩ মিনিট। আপনি নিজে পারিবারিক বসবাস অথবা ছুটিকালীন সময়ের জন্য সজ্জিত বাড়ী ভাড়া দিলে আনুমানিক আয় প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা। আপনার ইচ্ছা যাই থাকুক এই প্রজেক্টে বিনিয়োগ সম্ভাবনা অত্যাধিক লাভজনক কেননা প্রজেক্টের গুরুত্বপূর্ণ অবস্থান সর্বজন স্বীকৃত। অধিক বিবরণের জন্য আমাদের পরিকল্পনা ও রেখাচিত্র দেখুন। বাড়িগুলি ফ্রি হোল্ড বিক্রি হচ্ছে।

Gallery

House Plan