
Dear Patrons,
I wish to thank you for your continuous support and custom since the formation of this project in 2001. Our first project 'Little London Housing' has been extremely successful in marketing and sales which has resulted our growth and the further expansion of additional five new Real Estate projects. I am delighted to present these exciting new projects which include vacant plots, ready made holiday homes and retirement homes at the forefront of Sylhet International Airport.
Our completed holiday homes are on the Airport Road which is only two minutes drive from Sylhet International Airport. These homes are ideal for residential purposes as it is built inside the boundary of a Housing Estate providing adequate surveillance CCTV security. The new homes consist of bedrooms, living rooms, dining’s, kitchens, ensuite bathrooms and a common bathroom all of which are on the ground floor. These have been built with extensive modern construction loaded with fitted kitchens, connection points for washing machines, sufficient power points for air conditioning. Interiors consist of curtains, net railings on windows. The facilities are connected to main gas, electricity, water and a drainage system. The homes are for sale on a freehold tenure and investors are also welcoming these homes as great potential being nearby to the airport. The Airport Road makes it an excellent attractive location for holiday letting income. There are vacant plots of land available on two other projects, Rupali & Airportside Housing.
You may choose to buy for investment or build your own house immediately. All main line facilities of gas, electricity, drainage, 16-feet wide roads are available. All projects have a main gate with CCTV and a caretaker security at all times. The Airport location currently is in good demand and property prices are increasing all the time therefore I would strongly advise potential buyers to start buying. A customer who has been buying 15 years ago on our housing projects has already made good profits in a buy to sell investment.
Property prices have always been going up there has been no risk in our reinvestments to continue to exist in the real estate business. We are committed to create a better foundation and for the living environment to withhold our reputation. Sylhet city is fast developing because of heavy expatriate and tourism with British Bangladeshis being the main regular tourists in Sylhet. International regular flights operate around the world in many destinations and it is in our opinion that Sylhet is already a tourist attractive business city for all kinds. Sylhet is one of the most beautiful place to live, it is peaceful and stress free that is why Airportside Housing Project are here for real estate construction and developments. Due to the growing demand in real estate development we feel necessary to continue to provide our expertise services to our customers.
I really welcome everyone to come and visit our projects to experience our achievements. For more information please visit our
Website: www.airportsidehousing.com
Email: info@airportsidehousing.com | showkat@live.co.uk
Once again, I thank everyone and look forward to meeting you soon.
Showkat Ali
Proprietor
Airportside Housing Projects
প্রিয় পৃষ্টপোষক,
আমি কৃতজ্ঞতার সাথে ২০০১ সালে লিটল লন্ডন হাউজিং প্রজেক্ট শুরু হবার পর আপনার অব্যাহত সমর্থন স্বরণ করছি। আমাদের প্রথম হাউজিং প্রজেক্টের সফল বাজারজাত ও বিক্রির ফলে ইহার উত্তরোত্তর বৃদ্ধি এবং অতিরিক্ত ৫টি রিয়েল ইস্টেটের উন্নয়ন ও বিস্তৃতি গৃহিত পরিকল্পনার সফল বাস্তবায়ন হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে উত্তেজনাপূর্ন নতুন প্রজেক্টের অধীন খালি প্লট প্রস্তুত হলিডে এবং অবসর নিবাস আপনাদের উপহার দিতে সক্ষম হয়েছি। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অপূর্ব ও একটি সুন্দর পরিবেশ সমেত ইহা হস্তান্তর করি।
আমাদের হলিডে হোম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে ২ মিনিট দূরত্ব। আদর্শ এই বাড়িগুলো প্রয়োজনীয় সিসি টিভি ক্যামেরা নজরদারী আওতায় হাউজিং ইস্টেটের ভিতরে অবস্থিত। নতুন সব বাড়ি গ্রাউন্ড ফ্লোর বেডরুম, লিভিং (বৈঠকখানা) রুম, ডাইনিং, কিচেন, সংলগ্ন বাথরুম ও একটি সাধারন বাথরুম অন্তর্ভূক্ত। বাড়ির আধুনিক নির্মাণ যেমন তৈরী কিচেন সম্ভার, ওয়াশিং মেশিন, পর্যাপ্ত এয়ার কন্ডিশন পাওয়ার পয়েন্ট ইত্যাদি যথার্থ যেমন প্রয়োজনীয় সকল সুবিধা, মূল গ্যাস, বিদ্যুৎ, পানি ও একটি ড্রেন-নিষ্কাশন পদ্ধতির সাথে যথাযথ সংযোগ বর্তমান। বাড়িগুলি নিষ্কণ্ঠক ফ্রি হোল্ড মর্যাদায় বিক্রি যা বিনিয়োগকারীদের জন্য বিমান বন্দরের সন্নিকটে তাঁদের জন্য অপূর্ব সুযোগ উপহার দিয়াছে। এয়ারপোর্ট রোডের ঘরবাড়ী হলিডে অবসর বিনোদনে ভাড়া আয় উপার্জনের জন্য দারুন আকর্ষনীয় স্থান। রূপালী এবং এয়ারপোর্ট হাউজিং উভয় প্রজেক্টে খালি প্লট এখনও পাওয়া যাবে।
আপনি এখানে বিনিয়োগের জন্য ক্রয় অথবা নিজবাড়ী নির্মাণ করার সুযোগ অবিলম্বে পাবেন। সব ধরনের প্রয়োজনীয় সুবিধা, মূল গ্যাস সার্ভিস লাইন, বিদ্যুৎ, ড্রেন-নিষ্কাশন, ১৬ ফিট প্রশস্ত রাস্তা বর্তমান। প্রত্যেক প্রজেক্টের মূল প্রবেশ ফটকে সিসি টিভি ও সার্বক্ষনিক কেয়ারটেকার রাখা হয়েছে। বিমানবন্দর নিকটে থাকায় বর্তমানে বাড়ি সম্পত্তির ভাল চাহিদা ও জমি সম্পত্তির মূল্য সব সময় বাড়ছে। এজন্য আমি দৃঢ়ভাবে সকল সামর্থবান ক্রেতাদের এখনই সম্পত্তি কেনার আন্তরিকভাবে আহ্বান জানাই। ১৫ বছর আগে একজন ক্রেতা জমি-সম্পত্তি আমাদের প্রজেক্টগুলোতে ক্রয় করে বেশ মুনাফা অর্জন করতঃ বিক্রয় বিনিয়োগে লাভমান হয়েছেন।
ঘরবাড়ির মূল্য এখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেজন্য আমাদের নিকট রিয়েল ইস্টেট ব্যবসার পূণঃ বিনিয়োগ ঝুকি অনুপস্থিত। আমরা এখানে একটি অপেক্ষাকৃত ভাল ভিত্তি ও বাসস্থান পরিবেশ সৃষ্টি করেছি ও তাই আমাদের সুনাম বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট সিটি দ্রুত বর্ধমান কেননা অধিক সংখ্যক প্রবাসী ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নিয়মিত পর্যটন গন্তব্যস্থান সিলেট। বিশ্বের বিভিন্ন গন্তব্যে ও আন্তর্জাতিক ফ্লাইট সর্বদা বর্তমান এবং আমাদের অভিমত সিলেট পর্যটকদের বিভিন্ন ব্যবসায় একটি আকর্ষনীয় স্থানে পরিনত হয়েছে। সিলেটের প্রাকৃতিক দৃশ্য, বসবাসের জন্য এর সৌন্দর্য্য, শান্ত প্রকৃতি বর্তমান থাকায় এয়ারপোর্ট হাউজিং প্রজেক্ট নির্মাণ ও উন্নয়ন, ঝামেলামূক্ত পরিবেশ এনে দিয়েছে। সিলেটের পরিবেশ বসবাসের জন্য মনোমুগ্ধকর ও ঝামেলামুক্ত। রিয়েল ইস্টেট উন্নয়নে ক্রম বর্ধমান চাহিদা বর্তমান থাকায় আমরাও দক্ষ অপূর্ব সেবা কাস্টমারদের প্রদান করতে সক্ষম ও পিছপা হইনি।
আমি আন্তরিকভাবে সকল শুভানুধ্যায়ী স্ব শরীরে আগমন ও পরিদর্শন এবং আমাদের অর্জিত সাফল্য পর্যবেক্ষনের জন্য আমন্ত্রন জানাই। অধিক তথ্যের জন্য মেহেরবানি পূর্বক আমাদের ওয়েবসাইট www.airportsidehousing.com যোগাযোগ করুন।
আমি আবার প্রত্যেককে ধন্যবাদ এবং শীঘ্রই সাক্ষাতের প্রত্যাশা করি।
শওকত আলী
স্বত্তাধিকারী
এয়ারপোর্টসাইড হাউজিং প্রজেক্টস্