
Dear Sir/Madam,
May I introduce myself Shuaib Ali, a business entrepreneur of Airportside Housing Projects. I have been recently involved in this exciting Real Estate project in the city of Sylhet. The founder of Airportside Housing Projects is Showkat Ali my father to whom I am greatly indebt to for his long-time efforts in the real estate construction industry which has been productive and successful. I have been following the gradual progress of Airportside Housing Projects over the last 12 years and now have decided to be fully involved to help and support my father's projects this has involved sharing my business skills and to work alongside with him to provide excellent services to customers around the world.
I am very excited by the new homes made for sale at Sylhet Airport Road which is an excellent location and a few minutes reach from Sylhet International Airport. I am taking lead for marketing these projects globally and it is my pleasure to work for my father's business and accept my duty to take responsibility for its progress and continuous success of the long-established family business.
I am proud to be appointed as the CEO of Airportside Housing Project. I request your cooperation in supporting me to take these projects forward to every customer's homes for benefiting in real estate investments. It is a true fact that land or housing investment has great potential in profitable returns and that it is not a business that makes a loss. Therefore, I invite you to consider a buy to live or buy to let investments in Airportside Housing projects.
In the meantime, I look forward to meeting you to arrange new opportunities at Airportside Housing Projects.
Thank you for your time.
Mohammed Shuaib Ali
Chief Executive Officer
Airportside Housing Projects
প্রিয় জনাব/জনাবা,
আমি শোয়েব আলী এতদ্বারা বিনয়ের সাথে এয়ারপোর্টসাইড হাউজিং ইস্টেটের একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে আপনার সাথে পরিচিত হতে চাই। সম্প্রতি সিলেট সিটির গুরুত্বপূর্ণ এই রিয়েল ইস্টেট প্রজেক্ট উন্নয়নে আমি জড়িত হয়েছি। আমার পিতা জনাব শওকত আলী এয়ারপোর্টসাইড হাউজিং প্রজেক্টের প্রতিষ্ঠাতা। তিনির দীর্ঘদিনের স্বপ্ন ও প্রচেষ্টা রিয়েল ইস্টেট নির্মাণ শিল্পকে ফলপ্রসু করার লক্ষ্যে সার্বিক উন্নয়ন করার মহতি অগ্রগতি লক্ষনীয় এবং আমি অত্যাধিক কৃতজ্ঞ। গত ১২ বছর যাবত এয়ারপোর্ট হাউজিং প্রজেক্টের পর্যায়ক্রমিক অগ্রগতি দেখেছি, এর অভাবিত সাফল্য ভীষণভাবে সকলকে অনুপ্রাণিত করে। বর্তমানে আমি সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং স্বভাবত: আমার পিতার গড়া প্রজেক্টগুলিকে সহায়তা ও সমর্থন দিতে চাই। আমার ব্যবসায়ী দক্ষতা নিয়ে তাঁর পাশাপাশি থেকে আমি বহির্বিশ্বে কাস্টমারদের জন্য উন্নত সেবা প্রদানে বদ্ধ পরিকর। সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব পথ চমৎকার অবস্থান। সিলেট এয়ারপোর্ট রোডে নির্মিত নতুন ঘরবাড়ি বিক্রির দায়িত্ব প্রাপ্ত হওয়ায় আমি ভীষণ প্রীত। বিশ্বের শুভানুধ্যায়ী কাস্টমারদের সামনে মার্কেটিং করা ও আমার পিতার ব্যবসায় জড়িত থেকে এ কাজে নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব পালন আবশ্যকীয় কর্তব্য। প্রজেক্টের উন্নয়ন ও ক্রমাগত সাফল্য প্রতিষ্ঠিত পারিবারিক ব্যবসার অবিচ্ছেদ্য অধ্যায়। আমি সর্বান্তকরনে এ সাফল্যকে ধরে ও এগিয়ে নিতে চাই।
আমি এয়ারপোর্টসাইড হাউজিং প্রজেক্টস-এর সি.ই.ও পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় গর্বিত। আমি আপনার সমর্থন কামনা করছি, কেননা ইস্পিত সহযোগিতা সকল কাস্টমারদের বাসস্থানের দ্বারা গঠিত রিয়েল ইস্টেট উন্নয়নকে ভীষণভাবে সাফল্য ম-িত করে তুলবে। ইহা অবধারিত সত্য যে জমি সম্পত্তি বা ঘরবাড়িতে মূলধন বিনিয়োগ অধিক মুনাফা ও লাভ অর্জন করে। ঘাটতি ক্ষতি সাধিত হলে এটি কখনও সফল ব্যবসা হতে পারে না। আপনাকে এয়ারপোর্ট সাইড হাউজিং প্রজেক্টে বাড়ি কিনে ভাড়া (বাই-টু-লেট) অথবা বসবাসের জন্য বাড়ি ক্রয়ের সাদর আমন্ত্রন জানাই।
আমি আপনার সাথে এয়ারপোর্টসাইড হাউজিং প্রজেক্টে একটি সাক্ষাৎ ও নতুন সম্ভাবনার সুযোগ সম্পর্কে আলোচনার জন্য উদগ্রীব।আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।
মোহাম্মদ শোয়েব আলী
প্রধান নির্বাহী অফিসার
এয়ারপোর্টসাইড হাউজিং প্রজেক্টস