Airportside Mansion is located inside Airportside Mansion a four-story apartment building comprises eight flats of one bedroom and two bedrooms made with modern facilities. The entrance to building is through main security gate on ground floor. There are fire extinguishers hose pipes in all common floors and each flats has heavy duty wooden doors fitted with imported British standard dead lock and Yale Lock. There is fitted kitchen with dicerium lighting to highest standard and power points of three pin sockets. The work tops in kitchen is marble fitted wardrobes and cabinets are white gloss wooden made. There are hot and cold-water system in all water pipe lines. There are three pin electrical sockets in all rooms power points for air conditions. Washing machine connection points are available. The dining room is provided with hot and cold water tap hand wash basin. The interior decorations and painting is of highest standard. The floors are fully tiled, one en-suite bathroom and one common bathroom are fully tiled and of highest standard made. There are smoke detector alarms in the flat. The flats are fully ready to move in immediately. The housing project has clock tower with park and ample spaces, roads for residents to walk around or exercise. There are car parking facilities on ground floor of the building. For more details please see photos drawings and plans. The flats are for sale Freehold.
এয়ারপোর্টসাইড হাউজিং প্রজেক্টের ভিতরে আধুনিক চার তলা দালানে এক, দুই বেডরুমের আট-টি এপার্টমেন্ট নিয়ে এয়ারপোর্টসাইড ম্যানশন। সুযোগ সুবিধার মধ্যে দালানের মূল প্রবেশ নীচতলার নিরাপত্তা ফটক। সকল তলায় আগুন নেভানের পাইপ, প্রত্যেক ফ্লাটে ব্রিটিশ মানের প্রবল কাঠের দরজা, নিশ্চুপ এবং ইয়েল মার্কা তালা। উচ্চমানের শালীন উজ্জল আলো বাতি, তিন পয়েন্ট যুক্ত পাওয়ার সকেট বিদ্যমান। কিচেন মার্বেল খচিত ওয়ার্কটপ এবং আলমারী গুলো সাদা ঝকঝকে কাঠ দিয়ে তৈরী। সকল পানির পাইপ গরম ও ঠান্ডা পানির সরবরাহ ব্যবস্থা নিশ্চিত রয়েছে। সকল রুম কামরায় তিন পয়েন্টযুক্ত বিদ্যুৎ সকেট এবং এয়ারকন্ডিশন ব্যবস্থার সংযোগ পয়েন্ট লাগানো হয়েছে। ওয়াশিং মেশিন সংযোগ ও যথারীতি বর্তমান। খাবার ডাইনিং রুমে গরম ও ঠান্ডা পানির টেপ সহ হাত ধোয়ার বেসিন রয়েছে। ঘরের ভিতরের রং ও সাজ খুবই উচ্চমানের, সকল মেঝে সম্পূর্ণ টাইলস লাগানো হয়েছে। ফ্লাটে সংলগ্ন একটি গোসলখানা এবং একটি সাধারণ গোসলখানা আছে। এগুলি উচ্চমানসম্পন্ন এবং সম্পূর্ণ টাইলসযুক্ত। ফ্লাটে ধোয়ার বিপদ নির্ণয় ব্যবস্থা বসানো হয়েছে। ফ্লাটগুলো এখনই সম্পূর্ণভাবে বসবাসের উপযোগী করে তৈরী করা হয়েছে। হাউজিং প্রজেক্টের পার্কে একটি ঘড়ি গম্বুজ বসানো হয়েছ। পর্যাপ্ত জায়গায় বাসিন্দারা নির্বিঘেœ পায়ে হেটে বিচরণ এবং ব্যায়াম সুবিধা ও রাখা হয়েছে। বিল্ডিংয়ের নীচতলায় বাসিন্দাদের জন্য গাড়ী পার্কিংয়ের সুবিধা আছে। অধিক বিবরণের জন্য আমাদের পরিকল্পনা ও রেখাচিত্র দেখুন। ফ্লাটগুলি ফ্রি হোল্ড বিক্রি হচ্ছে।
Gallery
Layout